January 7, 2025

সভাপতির বানী

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।

সৃষ্টি জগতে বিচরনশীল পশু-পক্ষিকুলকে পশু পক্ষি হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করা অথবা চেষ্টা করা লাগেনা; তারা সাধারণ নিয়মে পশু-পক্ষি হিসাবে জন্ম গ্রহণ করে এবং পশু-পক্ষি থেকেই জীবন মেয়াদ শেষ করে। পক্ষান্তরে মানব শিশু হয়ে, জন্ম গ্রহণ করেও তাকে প্রকৃত মানবিক মানুষ হয়ে উঠার জন্য মৃত্যু অবধি শিক্ষা গ্রহণে আপ্রান চেষ্টা সাধনা করতে হয়। তথাপি ব্যক্তি তার শুধুমাত্র একক প্রচেষ্টায় পূর্নাঙ্গ মানুষ হতে পারে না। বিধায় সে জন্য শিক্ষক-প্রশিক্ষণের প্রয়োজন অনীবার্য্য।

নামুড়ী আদর্শ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি নারী শিক্ষায়তন। যা তার প্রতিষ্ঠান লগ্ন হইতে এলাকাস্থ্য নারী সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের লক্ষে প্রয়োজনীয় ও প্রাপ্ত সকল উপায় উপকরণসহ যেমন একদিকে অন্তর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্য দিকে একজন শিক্ষক কে মানবিক শিক্ষক হিসাবে গড়ে তোলার জন্য স্কুল গভর্ণিং বডির পক্ষ থেকে নিয়মিতভাবে তদারকি করা ও কার্যকারী পদক্ষেপ গ্রহণে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষাগত মান বজায় রাখা ও উত্তরোত্তর মান বৃদ্ধির জন্য আমরা একদল উদ্যোসী চৌকষ মেধাবী রুচিশীল শিক্ষকগণকে প্রয়োজনীয় শিক্ষা প্রদানে সর্বদা উৎসাহ ও প্রেরণা দিয়ে আসছি পাশাপাশি শিক্ষার্থীগণ যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষা গ্রহণে আরো উৎসাহী হয়।

সে লক্ষ্যে প্রতিষ্ঠানকে তথা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো নির্বাচনে প্রানান্তকর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছি । একঝাঁক কর্মস্পৃহাসম্পন্ন তরুণ শিক্ষক যদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে এই প্রতিষ্ঠান বর্তমান অবস্থায় এসেছে।  আমি আশা করছি, এই  স্পৃহা ও উচ্চভিলাষ ও পরিকল্পনা সকলের হৃদয়ে জাগরুক থাকলে সকলের সহযোগিতায় অত্র নারীকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানটি তার অভিষ্ট লক্ষে পৌছুবে ইনশাআল্লাহ্।