মহান রাব্বুল আলা-মিনের অশেষ কৃপায় বিদ্যালয় টি 1993 খ্রিঃ প্রতিষ্ঠালাভ করে। আমি প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। মুলত নারী শিক্ষা প্রসারে বিদ্যালয়টি গুরুত্ব পুর্ণ ভুমিকা পালন করে আসছে।
শিক্ষাই জাতির মেরুদন্ড কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকার কে যথাযথভাবে বাস্তবায়নের মধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আহোরন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে । যুগের সাথে সংগতিপুর্ন বিকাশের জন্য আমরা প্রতেকে ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রাকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষার আলো আমাদের মুলমন্ত্র । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচারণের পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদের সৃজনশীল, স্বাধীন সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তোলা । এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক মন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্দব পরিবেশ । আমি বিনয়ের সাথে দাবী করি ,নামুড়ী আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসব কিছুর সমন্বয় ঘটানোর সম্ভব হয়েছে । শিক্ষাথীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক,আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষর সাথে ধমীয় শিক্ষার গ্রহনের ব্যাপারে শিক্ষকগন কাজ করে যাচ্ছে, বর্তমানে নানা অপসাংস্কৃতি কবলে কিশোর ও যুব সমাজ। নানা প্রকার নেশা গ্রহন করে তাদের চারিত্র কুফলে যাচ্চে এখান থেকে মুক্তির উপায় হচ্ছে র্ধমীয় শিক্ষা।
আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি র্ধমীয় শিক্ষার গুরুত্ব দিয়ে আসছি। প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দোয়া করি। আল্লাহ্ যেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষারথিণীদের চিরাচিারিত শিক্ষার পাশাপাশি র্ধমীয় জ্ঞান অর্জন করে সমাজের মানুষের কাছে গ্রহন যোগ্যতা প্রমান করতে পারে এতটুকু আশা করছি।